নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২২ ডিসেম্বর ২০১৮:
‘ঠিকমতো’ চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী জামানত হারাবে বলে দাবি করেছেন জাতীয় পার্টি প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
শুক্রবার বিকালে বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন মাহমুদুল ইসলাম চৌধুরী। এর প্রতিবাদে শনিবার সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় মাহমুদুল ইসলাম বলেন, ‘আসনটিতে নৌকার প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় আসার সম্ভাবনা নেই। তাই এখনই সঠিক সময় আওয়ামী লীগ তথা মহাজোট নেত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার। এ আসনে মূলত ধানের শীষ ও জামায়াতের প্রার্থীর সঙ্গে লাঙ্গলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে।’
এলাকায় নৌকার প্রার্থীর ‘গণজোয়ার নেই’ দাবি করে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুল ইসলাম আরও বলেন, ‘গত ২০ বছর আমি নির্বাচনের বাইরে ছিলাম। কিন্তু এলাকার সাথে নিবিড় যোগাযোগ রেখেছি। স্বাভাবিকভাবে আমার পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বাঁশখালী নৌকা ও আওয়ামী লীগবিরোধী একটি এলাকা। এখান থেকে সত্তরের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়নি। এখন নির্বাচনে আমার পক্ষে গণজোয়ার দেখে নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে সেই গণজোয়ার ঠেকাতে চাইছে।’
খবর: সমকাল