নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২২ ডিসেম্বর ২০১৮:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের ভাগ্য নয়।
শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
শেথ হাসিনা আরও বলেন, আমরা যে উন্নয়ন করেছি এই উন্নয়ন ধরে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। তারুণ্যই শক্তি, তরুণরাই আনবে বাংলাদেশর সমৃদ্ধি। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যে উন্নয়ন করেছি; এই উন্নয়ন ধরে রাখতে হবে। নৌকার প্রর্থীদের বিজয়ী করতে হবে। বিএপি-জামায়াত জোটের চরিত্র- হত্যা, খুন ও জঙ্গিবাদ। নির্বাচনে তারা কি করেছে! একেকজনকে চারবার করে নমিনেশন দিচ্ছে। যে যত টাকা দেবে তাকে নমিনেশন!
আওয়ামী লীগ সভাপতি বলেন, ইনশাল্লাহ আগামী বার যদি সরকারে আসতে পারি; তবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে, দারিদ্র বলে কিছু থাকবে না।
তিনি বলেন, এই নৌকা হচ্ছে মাুনষের বিপদের বন্ধু। এই নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয় পেয়েছে। আপনাদের কাছে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি তাদের জন্য ভোট চাই। নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ জনগণের সেবা করে। আওয়ামী লীগ থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
খবর: সমকাল