নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২২ ডিসেম্বর ২০১৮:
নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার ইটাখোলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল হক ভূইয়া মোহন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো: কামরুজ্জামান কামরুল, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু প্রমুখ।
সভায় বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই।
খবর: নরসিংদী টাইমস