খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
শনিবার,২২ ডিসেম্বর ২০১৮: নরসিংদী-৩ আসনের শিবপুরে বিএনপির প্রার্থী মনজুর এলাহীর নির্বাচনী অফিসে হামলায় গুলিবিদ্ধ মাহদীয়ার ভরণপোষণের দায়িত্ব নিলেন মনজুর এলাহী। মাহদীয়া শিবপুর বিলশরণ এলাকার মৃত জালাল উদ্দিনের মেয়ে।
সে শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
শনিবার (২২ ডিসেম্বর) বিকালে গুলিবিদ্ধ মাহদীয়াকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে যান বিএনপি’র প্রার্থী মনজুর এলাহীর ছোট ভাই নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান আজ থেকে মাহদীয়ার লেখাপড়াসহ সারাজীবনের যাবতীয় খরচ বহন করা হবে তাদের পক্ষ থেকে।
উল্লেখ্য, নরসিংদী-৩ আসনের শিবপুরে বিএনপির প্রার্থী মনজুর এলাহীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও গুলি বর্ষণের অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। ধীমান মার্কেট এলাকায় মাদ্রাসাছাত্রী মাহদীয়া গুলিবিদ্ধ ও আরো চারজন আহত হওয়ার ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে পাঠায়।
শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার সহকারি শিক্ষক মো. তাছলিম উদ্দিন জানান, হামলার সময় সে ক্লাস থেকে বারান্দায় দিয়ে অন্য ক্লাসে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।