মো: হৃদয় খান | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৩ ডিসেম্বর ২০১৮:
নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরুকে সমর্থন জানিয়েছেন জেলার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) রাতে নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানে এ সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা।
নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা টেক্সটাইল ডাইং-প্রিন্টিং এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও দোয়া মাহফিলের এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের স্বপ্নে বিভোর হয়ে এগিয়ে যাচ্ছেন দীপ্ত পায়ে। আমাদের সকলের উচিত শেখ হাসিনাকে সমর্থন করা, এগিয়ে দেয়া। আবারও প্রধানমন্ত্রী নিশ্চিত করা। কারণ একমাত্র শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ, উন্নয়ন নিরাপদ।
নরসিংদী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, নরসিংদী সদর আসনে গত দশ বছরে পানিসম্পদ প্রতিমন্ত্রী যে উন্নয়ন কার্যক্রম করেছেন, অতীতে কোন এমপি মন্ত্রী এ আসনে এত উন্নয়ন কাজ করতে পারেনি তাই আগামীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
নরসিংদী জেলা টেক্সটাইল ডাইং প্রিন্টিং এ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেব ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, নরসিংদী জেলা টেক্সটাইল ডাইং প্রিন্টিং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মোমেন মোল্লা, নিজাম উদ্দিন ভূইয়া লিটন (সিআইপি) প্রমুখ।