জাহিদ সরকার | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৩ ডিসেম্বর ২০১৮:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের মনোনীত নরসিংদীর ৫ টি আসনে হাতপাখার প্রার্থীদের প্রচার-প্রচারনা তুঙ্গে পৌঁছেছে।
প্রতীক পাওয়ার পর থেকে আওয়ামীলীগ, বিএনপি’র পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হাতপাখা প্রতিকে প্রচারনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ক্ষমতাশীনদের নৌকা প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রচারনায় এগিয়ে।
৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদীর ৫ টি আসনের প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। নরসিংদীর সর্বত্র দেখা যাচ্ছে হাতপাখা প্রতিকের পোস্টার।
ইসলামী আন্দোলন মনোনীত নরসিংদীর ৫ টি আসনের হাতপাখার প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের নেতাকর্মীদের নিয়ে হাতপাখার পক্ষে গণসংযোগ করছেন।