নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৩ ডিসেম্বর ২০১৮:
নৌকায় ভোট দিলে দুর্গম চরাঞ্চলের মানুষও শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পর্যন্ত ব্যাপক উন্নয়ন হয়েছে। আতঙ্কিত কালাপাহাড়িয়াকে শান্তির জনপদে পরিণত করা হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা রাধানগর এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। এমপি নজরুল ইসলাম বাবু বলেন, কালাপাহাড়িয়া ইউনিয়নে কোনো সড়ক ছিল না। বছরের বারো মাসই এখানকার জনসাধারণকে জলপথে কিংবা হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে হতো। শেখ হাসিনা সরকার প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে সাতটি সেতুসহ মধ্যারচর থেকে খালিয়ারচর পর্যন্ত সাত কিলোমিটার আধুনিক সড়ক নির্মাণ করেছে। ডেঙ্গুরকান্দি ও পূর্বকান্দি নামে দুটি আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করে সাতশ' লোকের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। স্কুল, মাদ্রাসা, মসজিদে নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন। কবরস্থান ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া কালাপাহাড়িয়ায় অর্থনৈতিক অঞ্চল, মিনি স্টেডিয়ামসহ বেশ কিছু বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন ব্রুনাইয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কাদির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল মিয়া, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা আউয়াল তালুকদার, ফাইজুল হক ডালিম প্রমুখ। এর আগে এমপি নজরুল ইসলাম বাবু খালিয়ারচর, হাজীরটেক, কালাপাহাড়িয়া, রাধানগর, ইজারকান্দি, গোবিন্দপুর, ঝাউকান্দি, মধ্যারচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।