1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

এবার ক্ষমতায় এলে বস্তিবাসীদেরও ফ্ল্যাট নির্মাণ করে দেবো: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ২২৪ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,২৪ ডিসেম্বর ২০১৮:
এবার নৌকার বিজয়ী হলে দেশের বস্তিবাসীদের জন্যও ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের প্রতিটি নগরের ঘিঞ্জি এলাকা সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঢাকা-২ আসনের অন্তর্গত কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আবার ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের মানুষদের জন্যও দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক মূল্য পরিশোধের মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। যেখানে সব মানুষ সুন্দরভাবে বাঁচার সুযোগ পাবে।’

শেখ হাসিনা বলেন, ‘কেবল বড় লোকেরাই ফ্ল্যাটে থাকবে এবং বহুতল ভবনে থাকার সুবিধা পাবে, তা হবে না। গরিবদের দিকেও সুনজর দেয়া হবে।’

কামরাঙ্গীরচরের ছিন্নমূল, বস্তিবাসীদের জন্য আওয়ামী লীগ সরকার ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই ফ্ল্যাটগুলোতে তারা দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক নামমাত্র ভাড়ায় থাকতে পারবে।’

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে পুরো ঢাকা শহরকে ঘিরে একটা রিং রোড তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই রিং রোডটি হবে সম্পূর্ণ এলিভেটেড। যাতে দ্রুতগামী সমস্ত যানবাহন চলাচল করতে পারে। একইসঙ্গে ঢাকা শহরকে ঘিরে যে পাঁচটি নদী আছে, সেই নদীগুলো খনন করে এর নাব্যতা ফিরিয়ে এনে সেগুলোর আরও সৌন্দর্য বৃদ্ধি করা হবে।’

রাজধানীকে ঘিরে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ঢাকায় আমরা পাতাল রেল করব। তার সমীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আর নদীগুলো খনন করে এর নৌপথটাও আমরা সচল করে দেব। এইভাবে ঢাকার যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত এবং যানজটও মুক্ত হবে। সেদিকে লক্ষ রেখেই আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে আমরা ভোট চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্তভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই সোনার বাংলাদেশ গড়ার জন্যই ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট চাই।’

এসময় উপস্থিত জনতা দুহাত নেড়ে নৌকা মার্কায় ভোট দেয়ার সম্মতি জানায়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ ঢাকা দক্ষিণের সাংসদ প্রার্থীরা বক্তব্য দেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD