খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
সোমবার,২৪ ডিসেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
রবিবার (২৩ ডিসেম্বর) মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: বেনজির আহমেদ এর নেতৃত্বে নির্বাচনী সোডাউনে মাধবদীতে জনস্রোতে পরিনত হয়। এসময় নৌকা মার্কার স্লোগানে নেতাকর্মীরা মুখরিত হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। তাতে নৌকা মার্কার সোডাউনে জনতার ঢল নামে। মাধবদীর ইতিহাসে প্রথমবারের মত রেকট গড়ে এ সোডাউন।
এছাড়া নৌকা মার্কার কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন নরসিংদী-১ এর নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন গুলো। রবিবার মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি তার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
রবিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের টাটা পাড়া মহল্লায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে জাতীয় পার্টির নেতা দেলোয়ার কমিশনার ও মাধবদী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি আফেজুর রহমান হাফেজসহ জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কাকে সমর্থন দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশনেন।