শোবিজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৫ ডিসেম্বর ২০১৮:
নেহা কক্কর গায়িকা হিসেবে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি যে কটি গানের রিমিক্স হয়েছে, সেসব গানই গেয়েছেন নেহা। একটি ভারতীয় চ্যানেলে বিচারক হিসেবেও কাজ করছেন তিনি। তবে তিনি যে গানের সঙ্গে এত ভালো নাচ করেন, সেটা অনেকেরই জানা ছিল না।
সুরের পাশাপাশি এখন কোমর দুলিয়ে নেটদুনিয়া মাতাচ্ছেন লাস্যময়ী এই গায়িকা। এবার তার গাওয়া রিমিক্স গান ‘আখ মারে ও লড়কি’-র সঙ্গে দুর্দান্ত নাচলেন তিনি।
ইতোমধ্যে সুরকার তানিস্ক বাগচী যে গানগুলোর রিমিক্স করেছেন, যথা ‘ছাম্মা ছাম্মা’, ‘দিলবার দিলবার’ বা ‘গলি গলি মে ফিরতা হ্যায়’ প্রভৃতি সব গানেরই গায়িকা নেহা কক্কর।