শোবিজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৫ ডিসেম্বর ২০১৮:
তামান্নাও আদতে
‘চাঁদ সা রোশন চেহারা’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু। পরবর্তীতে ‘১০০% লাভ’, ‘কাল্লোরি’, ‘প্রিয়া’-র মতো দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন। বাহুবলীর মতো মেগাহিট ছবিতেও ছিলেন তিনি। তামান্নাও আদতে মুম্বাইয়ের মেয়ে।
ইলিয়ানা ডি’ক্রুজ
‘বারফি’, ‘কিক’- এর মতো জনপ্রিয় ছবির পাশাপাশি দক্ষিণের বহু ছবিতে দাপটে অভিনয় করতে দেখা গিয়েছে এই সুন্দরীকে। ইলিয়ানার জন্ম মুম্বাইয়ের এক ক্যাথলিক পরিবারে। ছবি : ইন্টারনেট
ভূমিকা চাওলা
‘তেরে নাম’, ‘রান’-এর মতো জনপ্রিয় বলিউড ছবিতে দাপুটে অভিনয় করেছেন। পাশাপাশি দক্ষিণের অনেক ছবিতেও ভূমিকাকে দেখা গিয়েছে। দিল্লির এক পাঞ্জাবি পরিবারে জন্ম তার।
কাজল আগারওয়াল
‘কিউ... হো গ্যায়া না’ ছবি দিয়ে মুম্বাইয়ে অভিষেক তার। এরপর একাধিক বলিউড সিনেমা করলেও বেশি দাপট দেখিয়েছেন দক্ষিণী সিনেমাতেই। তামিল, তেলুগু ছবির অন্যতম হিট নায়িকা মুম্বাইয়ের এই সুন্দরী।
ছবি ও তথ্য সূত্র: ইন্টারনেট