নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৫ ডিসেম্বর ২০১৮:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু-নীলদল শিক্ষক পরিষদের নির্বাচনে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে সভাপতি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সহ-সভাপতি, সহকারী অধ্যাপক সুব্রত কুমার দাস যুগ্ন-সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক আল জাবির সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক আলবি রিয়াসাত মালিক কোষাধ্যক্ষ, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া অফিস সচিব, সহকারী অধ্যাপক নিলা সাহা মিডিয়া- প্রকাশনা ও গবেষণা সচিব, সহকারী অধ্যাপক উম্মে ফারহানা সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব হিসাবে যথাক্রমে নির্বাচিত হন।
বঙ্গবন্ধু-নীলদল শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত সদস্য: প্রভাষক নূরে আলম, সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক আসিফ ইকবাল আরিফ, প্রভাষক কেএম মাহমুদুল হক, প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক জুয়েল কুমার রায়।