নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৫ ডিসেম্বর ২০১৮:
দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং সেনাবাহিনীর মান ক্ষুন্ন করতে সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট/ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেল খুলে মিথ্যা তথ্য প্রকাশের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া (Fake) ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army ও Join Bangladesh Army। সেনাবাহিনীর ফেসবুক পেজের নাম: Bangladesh Army ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army।এগুলো ব্যতিত অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাইট/ ফেসবুক পেইজ/ ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্যের ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’
এছাড়াও সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত যে কোন প্রকার তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।
খবর : পিবিএ