লক্ষন বর্মন | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান লক্ষ্যে নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর-১ এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এ. এইচ. এম জামেরী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জেলা নির্বাচন অফিসার মো: মেছবাহ উদ্দিন, পলাশ -২ এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার
ভাস্কর দেবনাথ বাপ্পী, শিবপুর -৩ এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ন কবির।
এই সময় তিনটি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।