নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, নেতাকর্মীরা নির্বাচনী কাজ শেষে বাড়ি গেলে গভীর রাতে দুর্বৃত্তরা ওই নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে। সকালে নেতাকর্মীরা এসে অফিসের ভেতরে পুড়ে যাওয়া আসবাবপত্র দেখতে পায়। আগুনে অফিসে থাকা চেয়ার টেবিল ও পোস্টার পুড়ে যায়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাদের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব মোতায়েন করা হয়েছে।