ক্রীড়া ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
ভারত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আর্চির কাছে ‘সতীর্থ’ এবং অধিনায়ক পেইনের জন্য কোনো মতামত আছে কি না জানতে চাওয়া হয়। তখন আর্চি জানায়, ‘ছক্কা মারো এবং উইকেট তুলে নেও।’
ক্রিকেট বিশ্বে এক নতুন ইতিহাস ঘটলো! বিশ্ব দেখল নতুন এক দৃশ্য, যেখানে নিয়মিত অধিনায়কের সাথে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে টস করতে নেমেছেন ‘বিশেষ’ এক অধিনায়ক, যার বয়স আবার মাত্র ৭ বছর! স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার আলোচিত বক্সিং ডে টেস্টকে যেন একাই রাঙিয়ে রাখল আর্চি শিলার।
মেলবোর্নের মাটিতে ম্যাচটি শুরুর আগে আর্চিকে ব্যাগি গ্রিন বা টেস্ট ক্যাপ পরিয়ে দেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। এরপর নিয়মিত অধিনায়ক টিম পেইনের সাথে টস করতে মাঠের দিকে এগিয়ে যায় আর্চি।
মাঠে নামার পর টস সেশনেও আর্চি পেয়েছে বিশেষ গুরুত্ব। ভারত টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আর্চির কাছে ‘সতীর্থ’ এবং অধিনায়ক পেইনের জন্য কোনো মতামত আছে কি না জানতে চাওয়া হয়। তখন আর্চি জানায়, ‘ছক্কা মারো এবং উইকেট তুলে নেও।’
ভারতের টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্ত যে ভুল হয়নি, সেটি জানিয়েছে আর্চি নিজেও। পেইন বলেন, ‘আর্চি টস জিতলে প্রথমে ব্যাট করার ব্যাপারে নিশ্চিত ছিল। তবে আমি তাকে বলেছিলাম, আমি পুরোপুরি নিশ্চিত নই!’
আর্চিও বলে, ‘আমার বাবা বলেছেন, এই পিচ রান তোলার জন্য বেশ ভালো।’
মাত্র ৭ বছর বয়সী ক্রিকেট পাগল আর্চি শিলার হৃদপি-ের জটিল রোগে আক্রান্ত। তিন মাস বয়সে প্রথমবারের মতো অস্ত্রোপচারের টেবিলে যেতে হয় তাকে। এরপর ছোট্ট এই জীবনে এখন পর্যন্ত মোট ১৩ বার যেতে হয়েছে শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সামনে আরও অনেকগুলো অস্ত্রোপচার লাগতে পারে আর্চির।
এমন জটিল রোগে আক্রান্ত আর্চির ইচ্ছা ক্রিকেটার হওয়ার। স্বপ্ন ছিল- একদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবে। এই স্বপ্নকে প্রতীকীভাবে সত্যি করতে ‘মেক অ্যা উইশ ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে আর্চিকে অস্ট্রেলিয়া দলে সুযোগ করে দেয়। ঐ টেস্টের আগে দলের সাথে অনুশীলনের পাশাপাশি ম্যাচ চলাকালে ড্রেসিংরুম ভাগাভাগি করে ফুটফুটে এই শিশু।