জাহিদ সরকার | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-১ (সদর) আসনে মহাজোট প্রার্থী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপির পক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ছাত্রলীগ কর্মীরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অাহসানুল হক রিমন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে সদর উপজেলার উপজেলার নজরপুর ও করিমপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী রিমনের সঙ্গে ছিলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্থানীয়দের মাঝে নৌকার পোস্টার বিতরণ করেন ও নৌকায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।