স্টাফ রিপোর্টার | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রার্থী মঞ্জুর এলাহির প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।
নরসিংদীর-৩ আসনের নৌকার প্রার্থী জহিরুল হক ভূঞা মোহনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় প্রদান করেন আদালত।
মোহনের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, ‘প্রার্থিতা স্থগিত করে হাইকোর্ট রুল জারি করেছেন। এতে করে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘মনজুরএলাহী উপজেলা পদে থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের নৌকার প্রার্থী জহুরুল হক মোহন হাইকোর্টে রিট করেন।’
এডমিন:লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন।