বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন- বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’- এর পোস্টার। এটি ‘প্রেম আমার’ ছবির সিক্যুয়েল। কলকাতায় ২০০৯ সালে মুক্তি পায় ছবিটি। এতে অভিনয় করেন সোহম ও পায়েল সরকার।
নতুন ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। ‘প্রেম আমার’ ছবির পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিলে নতুন পর্ব প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আব্দুল আজিজ। পরিচালনা করেছেন রাজের আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য্য।
ছবিতে নায়কের ভূমিকায় আছেন কলকাতার অদ্রিত আর নায়িকা চরিত্রে আছেন পূজা চেরি। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে ওপরে নীল আকাশ। নিচে সবুজ ঘাস। এর ওপর একটি সাইকেলে বসে আছে দুই তরুণ-তরুণী। ছেলেটির কপালে খুব আবেগ নিয়ে আদর বসিয়ে দিচ্ছে মেয়েটি। চোখ বুজে আছে দু’জনই।