নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
রাঙ্গামাটির বরকল উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর রাতে উপজেলার কুরকুটিছড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর কুমার চাকমা বলেন, বুধবার মধ্য রাতে উপজেলার কুরকুটিছড়ি এলাকার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অফিস বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা হামলা ও জ্বালিয়ে দেয়। আমি তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
বরকল থানার ওসি মফজল আহমেদ খান বলেন, ঘটনার খবর আমরা জেনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির মাঝে কথা কাটাকাটি হয়। পরে গভীর রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।