শরীফ ইকবাল রাসেল,নরসিংদী:
নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, শেখ হাসিনা সরকারকে আবার নির্বাচিত করতে হবে। কেননা এই সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্তে এই সরকারের প্রয়োজন। এই সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ হবে। এই সরকার ক্ষমতায় না আসতে পারলে বিএনপি জামাতের হিংস্রতার ফলে দেশে ছোট খাটো একটি কেয়ামত হয়ে যেতে পারে। তাই এই সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন
গতকাল (বুধবার) রাতে পলাশে বাসস্ট্যন্ড এলাকায় এক নির্বাচনী সভায় তিনি একথা বলেন। স্থানীয় মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে আয়োজিত জনসভায় হারুন গাজীর সভাপতিত্বে সাধারন সম্পাদক কবীর হোসেন এর উপস্থাপনায় এসময় আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবীল মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, স্থানীয় পৌর কাউন্সিলর খন্দকার মাহবুবুল আলম মোল্লা বক্তব্য রাখেন। এসময় কয়েক হাজারো জনতা উপস্থিত ছিলেন।