লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১৮: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন। বৃহস্পতিবার দুপুর নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল আউয়ালর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুল করিমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এসময় জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালনের আহবান জানানাে হয় প্রেস ব্রিফিংয়ে। নির্বাচন কমিশন কৃর্তৃক সাংবাদিকদের পালনীয় নিয়ম-নীতি সম্পর্কেও অবগত করা হয়।
#