লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১৮ : নরসিংদী -৫ রায়পুরা আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু’কে বিজয়ী করতে নৌকা মার্কার সমর্থনে জনসভা করেছে চরমধুয়া ইউনিয়ন আওয়ামীলীগ। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে চরমধুয়া বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজীব আহমেদ পার্থ।
চরমধুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আহসান শিকদার, বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, শ্রীনগর ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট চান।
এসময় রায়পুরা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা মার্কার মিছিলসহ হাজার হাজার নেতাকর্মী জনসভায় যোগ দেন।
#