নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৮ ডিসেম্বর ২০১৮:
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।