নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন, শুক্রবার,২৮ ডিসেম্বর ২০১৮ :
রাজধানীর পুরানা পল্টনের জামাল টাওয়ারে আগুন লেগেছে। আর এই ভবনে বিএনপি ও ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় রয়েছে।
ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করেছে।
আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভবনের ৯ম তলায় এই আগুন লেগেছে। ৪র্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়।
ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
উল্লেখ্য, বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের কথা রয়েছে। ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতা উপস্থিত থাকবেন।