রাকিবুল হাসান জয় | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৮ ডিসেম্বর ২০১৮:
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক আলহাজ্ব আল আমিন রহমান বলেন, শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিতে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নরসিংদী সদর উপজেলায় শেখেরচরে যুবনগর মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিভাবকদের উদ্যেশ করে আরো বলেন, সন্তানকে সু-শিক্ষিতনাগরিক হিসেবে গড়ে তুলার কারিগর হলো পিতা-মাতা । অভিভাবকদের সঠিক সিদ্ধান্তই বদলে দেয় প্রতিটা সন্তানের ভবিষ্যত।
বাবুবহাট শেখেরচরের বিশিষ্ট সমাজ সেবক হাজী ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, ২০১৮ সালের প্রাথমিক সমাপনি পরীক্ষায় উক্ত বিদ্যালয়ের ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ- ৫ ও বাকিরা এ গ্রেডে উর্ত্তীণ সহ শতভাগ পাশ হয়।