লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
রবিবার ৩০ ডিসেম্বর ২০১৮:
কারচুপি ও কেন্দ্র দখল অভিযোগে নরসিংদী সদর আসনে পুনরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কারাবন্দী বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা।
আজ রবিবার দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসন ও প্রিজাইডিং কর্মকর্তাদের যোগ-সাজষে আগেরদিন রাতেই ব্যালট পেপারে সীল মেরে রাখা হয়। সকালে বিএনপির কোন এজেন্টকে কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি। আমাদের নেতাকর্মদের ভোট দিতে দেওয়া হয়নি। যেহেতু ভোটারগণ ভোট দিতে পারেনি তাই পুনরায় ভোট গ্রহনের দাবী জানান তিনি।
তিনি আরো বলেন, একটি সরকার ক্ষমতায় থেকে অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিতে পারেনা তা আজও প্রমাণ হল।
এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#