লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন-
রবিবার ৩০ ডিসেম্বর ২০১৮ : নরসিংদী-৩ শিবপুর আসনে নৌকার প্রার্থী জহিরুল হক ভুইয়া মোহনের এক এজেন্টকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার দুপরে শিবপুর উপজেলার কুন্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (৪০) শিবপুর উপজেলার বংপুর এলাকার হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে ভোট কেন্দ্রে আসেন নৌকার প্রার্থী জহিরুল হক ভুইয়া মোহন। তিনি শান্তিপূর্ণ অবস্থান করে চলে যাওয়ার কিছুক্ষন পরই একই ভোটকেন্দ্র আসেন নৌকার বিদ্রোহী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এসময় সিরাজুল ইসলামের লোকজন জোরপূর্বক ভোট কেন্দ্র দখল করে সিল মারতে গেলে তাকে একটি রুমে আটক করে রাখে নৌকা সমর্থকরা। পরে সিরাজুল ইসলাম মোল্লাকে উদ্ধার করতে তার কর্মীরা ভোট কেন্দ্রে হামলা করে। এসময় কুন্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট মিলন মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।