আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ,০১ জানুয়ারি ২০১৯:
দুই সপ্তাহেরও কম সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় আবারও আঘাত হানলো প্রাকৃতিক দুর্যোগ। তবে এবার সুনামি নয় আঘাত হেনেছে ভূমিধস। সোমবার (৩১ ডিসেম্বর) দেশটির জাভা দ্বীপে ভূমিধসের ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জাভার একটি গ্রামে ভূমিধসে দুই জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪১ জন।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও নুগ্রোহো এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিধসে দুই জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও দুই জন। মারাত্মক এ ভূমিধসে ৩০টি বাড়ি চাপা পড়েছে।
বিবৃততে তিনি আরও জানান, পাথুরে রাস্তা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া চাপা পড়া জীবিতদের খুঁজতে ভারি যন্ত্রপাতি প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি আঘাত হানে। এতে প্রায় ৪০০ মানুষ মারা যায়। নিখোঁজ হয় প্রায় দেড়শ জন। ঘর বাড়ি হারায় হাজারো মানুষ।