নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ,০১ জানুয়ারি ২০১৯:
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে উৎসবমূখর পরিবেশে উপজেলার প্রায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন। এ সময় স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাইমারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীম, ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরিফুল হক,উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা ইউসুফজী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরউদ্দিন আল রাজী প্রমূখ।