রাকিবুল হাসান জয় | নরসিংদী প্রতিদিন-
বুধবার ,০২ জানুয়ারি ২০১৯:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)এমপি’র নিরঙ্কুশ বিজয় লাভ করায় নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মোতালিব মুন্সী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভূইয়া, সাধারন সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দীন ভূইয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উক্ত অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল ও নরসিংদী জেলা, সদর উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।