প্রবাস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯:
বিদায়ী বছরের বিষন্নতা ভুলে মনকে জাগ্রত করে তোলে নতুন বছরের আগমনী বার্তা, সুখ দুঃখ হাসি কান্না আর নানা আনন্দ বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে গেছে আরো একটি বছর।
জমকালো আয়োজন আর হরেক রকম আতশ বাজির আলোর মিছিল, নাচ গান আর নানা আয়োজনে খৃষ্ট শতাব্দী ২০১৯ কে বরণ করেছে বিশ্ববাসী।
পুরোনো বছরের কাছে প্রাপ্তির খাতাটা শুন্য হলেও নতুন বছরের কাছে প্রত্যাশা অনেক। নতুন সূর্য্যদয়ের সঙ্গে নতুন প্রত্যাশা, অতীতের সব গ্লানী ভুলে বিশ্বময় যে শান্তির বানী ছড়িয়ে পড়ে এমনটাই প্রত্যাশা সবার।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বিশ্ব রাজধানীখ্যাত শহর, শিল্প, সাহিত্য, ঐতিহ্যের আর ভালোবাসার নগরী প্যারিসও সেজেছে বর্ণিল সাজে।
লাখো পর্যটকের পদচারণায় মুখর প্যারিসের প্রতিটি অলিগলি। ডিসেম্বর মাস জুড়ে অবরোধ আর দাঙ্গায় পর্যটক শুন্য প্যারিসে নতুনমাত্রা নিয়ে আসে বর্ষবরণের আয়োজন।
প্যারিসে বিখ্যাত সঞ্জে লিজে আয়োজন করা বর্ণিল আতশ বাজির। ১২ টা বাজার ঠিক ৫ মিনিট আগে থেকে আতজ বাজি ঝলকানিতে মেতে ওঠে উৎসুক দর্শকরা।
ঠিক ঘড়ির কাটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার ২০১৯।
বিদায়ী বছরের সব জড়তা কাটিয়ে নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক এমনই প্রত্যাশা সবার।