স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,০৫ জানুয়ারি ২০১৯:
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি রংপুর রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগাং দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্সে রসংগ্রহ ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৭ রান। উইকেটে অপরাজিত আছেন রবি বোপারা (১৭) ও সোহাগ গাজী (২)।
শুক্রবার (৪ জানুয়ারি) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান তিনি। আবার এই ম্যাচে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন চিটাগাং দলের অধিনায়ক মুশফিকও। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর চিটাগং দলের হয়ে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।
রংপুর রাইডার্স দলে আছেন যারা:
দেশি: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফারদীন হোসেন অনিক।
বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), আলেক্স হেলস (ইংল্যান্ড), রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), বেনি হাওয়েল (ইংল্যান্ড), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।
চিটাগং ভাইকিংস দলে আছেন যারা:
দেশি: মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম।
বিদেশি: লুক রঙ্কি (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রব্বি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), ক্যামেরন দেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।