নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯:
নরসিংদীতে কেক কেটে দৈনিক কালের কণ্ঠের ১০তম জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের উপজেলা মোড়ে বেলিন্ডা রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানটি হয়। এসময় বিভিন্ন পেশাজীবীরা জন্মদিনের শুভেচ্ছা জানান।
কালের কণ্ঠের পাঠক ফোরামের সদস্য শরীফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কালের কণ্ঠের সার্বিক দিক তোলে ধরে স্বাগত বক্তব্য দেন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান।
পরে কালের কণ্ঠের ১০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিউর রহমান, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. মো. সোহরাওয়ার্দী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুল করিম ও আরাফাত নোমান, শুভসংঘ নরসিংদী জেলা শাখার উপদেষ্টা রাসেল বিন হাসনাত, সভাপতি মাহবুবুর রহমান মনির, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাছুম। এছাড়া কালের কণ্ঠের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইকহাক খলিল বাবু প্রমুখ।