নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯:
নরসিংদীর রায়পুরায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সোহেল রানা নামে এক স্কুল শিক্ষকের দু’টি বসত ঘর পুড়ে গেছে।তিনি উপজেলার পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।এতে করে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সারে ৫টায় উপজেলার কড়ইতলা ডালিম বাড়ি এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রে আসে।ততক্ষণে আসবাপত্র,নগদ অর্থসহ ঘর দু’টি আগুনে ভস্মীভূত হয়ে যায়। রাস্তা সরু হওয়ার কারণে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।
রাযপুরা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈয়দ আসাদুর জামান জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে।অগ্নিকান্ডে কোন হতাহতে ঘটনা ঘটেনি।তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।