নিজস্ব প্রতিবেদক । নরসিংদী প্রতিদিন-
শনিবার ১২ জানুয়ারি ২০১৮:
নরসিংদীতে শিবপুর উপজেলার কারারচরে অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ পাওয়া গেছে। তা উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
পুলিশ জানায়, শনিবার (১২ জানুয়ারি) সকাল নয়টার দিকে দিকে উপজেলার দক্ষিণ কারারচরের লোকজন হারামাইন মিলগেইটের পাশের জমিতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের ঘটনাস্থলে রয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্বপরিকল্পিত তাঁকে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।