ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৫ জানুয়ারি ২০১৯:
নরসিংদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উদ্যাপন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন কার্যালয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সিভিল সার্জন সেমিনার রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আগামি ১৯ জানুয়ারি ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১হাজার ৭৮২টি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ইউনিয়নে ১ জন ও প্রতি ওয়ার্ডে ৩ জন স্বাস্থ্যকর্মী এ কার্যক্রম তদারকি করবেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. হেলালুদ্দিন। ওরিন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, ডা. মো. আবু কাউছার সুমন। এসময় কর্মশালায় নরসিংদীর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।