নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,১৫ জানুয়ারি ২০১৯:
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক অবসরপ্রাপ্ত জেলা জজ রোকেয়া বেগম।
আজ মঙ্গলবার সকালে সাবেক জেলা জর্জ রোকেয়া বেগম আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তাঁর পক্ষে এ মনোনয়ন ফরম কিনেন। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টানিয়ে দেয়ার নির্দেশনা রয়েছে।
একাদশ জাতীয় নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৩ টি পাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি পাবে ৪টি।সংরক্ষিত নারী আসনের আইন অনুযায়ী তারা এই সংখ্যক আসন পাবে। আইনে বলা আছে, সংসদের ৩০০ আসনের মধ্যে যে দলের যতটি আসন সে আনুপাতিক হারে ৫০টি আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পেয়েছে। এই হিসাবে তারা পাবে ৪৩টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি নারী আসন। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে ১টি আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো।