বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,১৭ জানুয়ারি ২০১৯:
দর্শকের ফেভারিট ধারাবাহিক আবারও উঠে এসেছে টিআরপি তালিকার শীর্ষে। তবে ‘করুণাময়ী রাণী রাসমণি’-র সঙ্গে রেটিংয়ের পার্থক্য খুব বেশি নয়।
টানা ২২ সপ্তাহ ১৫+ আরবান টিআরপি তালিকার শীর্ষে থাকার পরে ‘কৃষ্ণকলি’-কে বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে থাকতে হয়েছিল ‘করুণাময়ী রাণী রাসমণি’-র থেকে। এই সপ্তাহে আবারও হারানো স্থান পুনরুদ্ধার করল জি বাংলা-র এই ফেভারিট ধারাবাহিক। তবে ‘কৃষ্ণকলি’ (১১.২)-এর থেকে রেটিংয়ে খুবই সামান্য পিছিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ (১১.১)।
এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে যুগ্মভাবে ‘বকুলকথা’ ও ‘জয় বাবা লোকনাথ’। দু’টি ধারাবাহিকেরই রেটিং ৮.৯। এই সপ্তাহের সেরা পাঁচে নিজেদের স্থান বজায় রেখেছে দর্শকের ফেভারিট ‘জয়ী’ (৮.৮) ও ‘দেবী চৌধুরাণী’ (৮.৩)। প্রথমটি রয়েছে চতুর্থ স্থানে ও দ্বিতীয়টি পঞ্চম স্থানে।
রেটিং বেশ অনেকটা পড়েছে ‘ফাগুন বউ’-এর। কিছু সপ্তাহ আগেও সেরা দশের মাঝামাঝি অবস্থানে থাকত এই ধারাবাহিক কিন্তু এই সপ্তাহে তা নেমে গিয়েছে দশম স্থানে। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তাদের রেটিং—
ষষ্ঠ— ‘নকশিকাঁথা’ (৭.৮)
সপ্তম— ‘কে আপন কে পর’ (৭.৪)
অষ্টম— ‘সীমারেখা’ (৬.৯)
নবম— ‘ইরাবতীর চুপকথা’ ও ‘রানু পেল লটারি’ (৬.৭)
দশম— ‘সাত ভাই চম্পা’ ও ‘ফাগুন বউ’ (৬.৫)
খবর : এবেলা.ইন