অনলাইন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১৮ জানুয়ারি ২০১৯:
আবারও বাংলাদেশিকে হত্যার করলো প্রতিবেশী দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম রাজু (২১)। তিনি রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভুখণ্ডে প্রবেশ করেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধি হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হন। বাকিরা পালিয়ে আসেন।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, তিনি সংবাদটি পেয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।