অনলাইন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১৮ জানুয়ারি ২০১৯:
বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করেন গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা বলেন, গত ১২ জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় কারাগারের গম পাচারের অভিযোগ পেয়ে ছবি তুলতে যান ফটোসাংবাদিক শামিম আহমেদ।
এসময় তার ওপর হামলা চালায় কতিপয় কারারক্ষী। এঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।