অনলাইন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১৮ জানুয়ারি ২০১৯:
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন ধর্ষণ মামলায় আটক ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সাংবাদিক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় হরিয়ানার পঞ্চকুলার একটি বিশেষ আদালত এই রায় দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাম রহিমের বিরুদ্ধে ২০০২ সালে এক সাংবাদিককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ১১ জানুয়ারি এই মামলায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। রাম রহিমের সঙ্গে সঙ্গে আরও তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া অপর তিনজন হলেন-কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষ্ণ লাল।
নারী ভক্তদের (সাধ্বী) ধর্ষণের দায়ে করা মামলায় রাম রহিমকে ইতোমধ্যেই ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাম রহিমের বিরুদ্ধে ২০০২ সালের ২৪ অক্টোবর সাংবাদক রাম চন্দ্র ছত্রপতিকে খুন করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে এক নারী রাহ রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তার বিরুদ্ধে দুই নারী ভক্ত বা স্বাধ্বীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। এরপর আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। এর জেরে দাঙ্গার সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত হন ৩০ জন।