কলমাকান্দা | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
নেত্রকোণায় ২৭ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার সদর ইউপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলাম মাস্টারের ছেলে মোজাহিদুল ইসলাম মন্টি (২৭) ও বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের প্রয়াত শহর আলী তালুকদারের ছেলে মো. আবু সায়েম তালুকদার (৪৪)।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের নেত্রকোণা জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।