স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২২ জানুয়ারি ২০১৯:
আরও একটি টানটান উত্তেজনার ম্যাচ উপহার দিলো চিটাগং ভাইকিংস। রবি ফ্রাইলিংকের করা ১০ বলে ২৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে ম্যাঠ ছেড়েছে মুশফিক বাহিনী। এ জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ঢাকা ডাইনামাইটসকে হটিয়ে শীর্ষে উঠে এলো ভাইকিংস।
এদিন আগে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ঢাকা শেষ পর্যন্ত নুরুল হাসান ও শোভাগত হোমের ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৩৯ রান দাঁড় করায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান।
এছাড়া শোভাগত ২৮, নুরুল ২৭, নারিন ১৮, হেইনি কুন ১৮, রনি তালুকদার ০, ডাওরিস রসুলি ০, আন্দ্রে রাসেল ১, মোহাম্মদ নাঈম ৬ রান করেন।
চিটাগংয়ের বোলারদের মধ্যে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যামেরন ডেলপোর্ট। এছাড়া ফ্রাইলিংক ও আবু জায়েদ ২টি করে এবং খালেদ আহমেদ নেন একটি উইকেট।
১৪০ রানের লক্ষে ব্যাট করতে নেমে এক সময় জয়টা হাতের নাগালে চলে এসেছিল মুশফিকদের। তবে শেষ দিকে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে জমে উঠে ম্যাচ। শেষ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ১৬ রান। ঠিক তখনই সাকিবদের সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেন ফ্রাইলিংক। পর পর তিন ছক্কা হাঁকিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার এই হার্ড হিটার ব্যাটসম্যান।
দলে পক্ষে অন্য ব্যাটসম্যানদের মধ্যে ডেলপোর্ট ৩০, মুশফিক ২২, ইয়াসির আলি ১৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৩ রান করেন।
ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। এছাড়া আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা হন রবি ফ্রাইলিংক।