জাহিদ সরকার । নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,০১ ফেব্রুয়ারি ২০১৯:
নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদোজ্জামান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ।
এ উপলেক্ষে নজরপুর ইউনিয়নের নোয়াবআলি গাজী উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রয়াত আসাদোজ্জামান এর কন্যা সায়মা ইসলাম ইভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী সদরের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এর এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু,বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল উল মুনির।
এছাড়াও আজ দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যেগে প্রয়াত এ নেতার স্মরণ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান দলীয় সূত্র।
উল্লেখ্য, অ্যাডভোকেট আসাদোজ্জামান ২০১৭ সালে ১লা ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মরহুম আসাদোজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তিতে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রথম অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।