মোমেন খান । নরসিংদী প্রতিদিন-
রবিবার,০৩ ফেব্রুয়ারি ২০১৯:
নরসিংদীর শিবপুরে একটি জুট মিলের গুদামে আগুন লেগেছে। রবিবার(৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কারারচর এলাকায় মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের মিলে এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৬ স্টেশনের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে মিলের গুদামজাত করা বিপুল পরিমানে পাট পুড়ে গেছে। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও জুট মিলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে জুট মিলের গুদামে আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে শিবপুর ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়া শুরু করলে মনোহরদী, পলাশ, রায়পুরা ও মাধবদীর ফায়ার সার্ভিসের মোট ৯ ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক (ডিএডি) মো. শফিকুল ইসলাম নরসিংদী প্রতিদিনকে লেন, খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে চলে আসি। আমাদের ৬টি ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।