স্পোর্টস ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
সোমবার,০৪ ফেব্রুয়ারি ২০১৯:
চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের এবারের আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ঢাকা ডাইনামাইটস। এবার অঘোষিত সেমিফাইনালে মাঠে নেমেছে দুই হাইপ্রোফাইল দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে যারাই জিতবে সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দলের সঙ্গে ফাইনালে উঠার লড়াই হবে ঢাকার।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।
তবে আজকের ম্যাচে অ্যালেক্স হেলসকে দলে পাচ্ছে না মাশরাফিরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই ইংলিশ অপেনার। তবে এবি ডি ভিলিয়াস, রিলে রুশোরা আছেন দারুণ ছন্দে। পুরো টুর্নামেন্টে ফ্লপ থাকলেও গেইল আজ চাইবেন জ্বলে উঠতে।
অন্যদিকে এভিন লুইসের সঙ্গে তামিম ইকবালের উদ্বোধনী জুটি জমে উঠলে কুমিল্লার জন্য শাপে বর হবে। এছাড়াও ওয়াহাব রিয়াজ, তিসারা পেরেরা ও শহীদ আফ্রিদিদের নিয়ে গড়া কুমিল্লার একাদশ নিশ্চিতভাবেই যেকোনও প্রতিপক্ষের জন্য কঠিন।