নিজস্ব প্রতিবেদক । নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০৫ ফেব্রুয়ারি ২০১৯:
“গ্রন্থাগারে বই পড়ি আলোকিত মানুষ গড়ি” এই শ্লোগানকে ধারণ করে সারা দেশের ন্যায় নরসিংদীতেও পালিত হয় জাতীয় গ্রন্থাগার দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী জেলা সরকারী গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সরকারী গ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোমেন চন্দ পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন, কবি মহশিন খন্দকার, ভাই গিরিশচন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহিনুর মিয়া ও প্রাণতোষ আট স্কুলের প্রতিষ্ঠাতা প্রাণতোষ দত্তসহ বিভিন্ন পাঠাগারের সদস্যগণ।
আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বছরের সেরা পাঠাগার সোমেন চন্দ পাঠাগার শ্রেষ্ঠ পাঠাগার নির্বাচিত হওয়ায় পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।