নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,০৫ ফেব্রুয়ারি ২০১৯:
বাংলাদেশের প্রাথমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষার সার্বিক মান উন্নয়নে আরও ১ হাজার ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা সহায়তা দিচ্ছে অন্যতম উন্নয়ন সহযোগী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইইউ’র চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইইউর অ্যাম্বাসেডর রেনজি টেরিঙ্ক চুক্তিতে সই করেন।
‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য এ অনুদান সহায়তা দিল ইইউ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষার সাব-সেক্টরের মান, প্রাসঙ্গিকতা এবং দক্ষতার উন্নয়ন করার জন্য এ অর্থ ব্যয় হবে। শিক্ষা ন্যায়সঙ্গতভাবে সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে শিক্ষা খাতের সাব-সেক্টরের উন্নত পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ শীর্ষক কর্মসূচিটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৪’ শীর্ষক মূল প্রকল্পে ইইউর অনুদানে বাস্তবায়িতব্য কর্মসূচি। যা ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে।