নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৬ ফেব্রুয়ারি ২০১৯:
আইজিপি সম্মাননা পেয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান । মাদক দ্রব্য, জঙ্গিবাদ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়।
বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ- ২০১৯’ অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আবু তাহের দেওয়ানকে এ আইজিপি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ প্রদান করা হয়। ছয়টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের ৫০১ জন কর্মকর্তা ও সদস্যদের দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি র্যাংক ব্যাজ দেওয়া হয়।
ওসি আবু তাহের দেওয়ান এর আগে নেত্রকোনার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। নেত্রকোনায় দায়িত্ব পালনকালে সন্ত্রাস, জঙ্গিবাদ ,মাদক, জুয়া, চাঁদাবাজীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি একাধিকবার নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা অর্জন করেন ।
তিনি, ২০১৫ – ২০১৬ সালে নরসিংদী সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নরসিংদীতে মাধবদী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।